নতুন করে ফের রক্তাক্ত হল আফগানিস্থান। এবার হেরাট শহরের জওয়াদিয়া মসজিদের সামনে জোরাল বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এ সময় মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন বহু মানুষ। আচমকা বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। তার কোমরে বিস্ফোরণ বাঁধা ছিল। সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আরও এক জঙ্গি এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে
প্রত্যক্ষদর্শীরা জানায়, অপর জঙ্গির ছোঁড়া গুলিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। পরে ওই জঙ্গিকে গুলি করে হত্যা করে পুলিশ। তবে প্রায় গভীর রাত পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি।
হেরাট হাসপাতালের প্রধান চিকিৎসক রফিক শিরজয়ই জানান, হাসপাতালে গুরুতর আহত আবস্থায় প্রায় ৫০ জনের মতো মানুষকে আনা হয়। তাদের মধ্যে ২০ জনের আগেই মৃত্যু হয়। ১০ জনের মৃত্যু হয় হাসপাতালে আনার পর। এছাড়া ৩০ জনকে গুরুতর অবস্থায় ভরতি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুব একটা ভালো নয়।
বিডি-প্রতিদিন/ ২ আগস্ট, ২০১৭/ তাফসীর