ইউরোপে চলছে তীব্র তাপদাহ। অনেক অঞ্চলে এরই মধ্যে গত এক দশকের তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন।
উচ্চ তাপমাত্রায় ইতালিতে দাবানলের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি শহরে সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া দাবানল সৃষ্টি হয়েছে আলবেনিয়াতেও। সেখানে হেলিকপ্টারের সহায়তায় পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।
এদিকে, তাপদাহ সইতে না পেরে রোমানিয়া ও পোলান্ডে দুইজন মারা গেছেন। সেখানের তাপমাত্রা ৪৩ ডি.সেলসিয়াস। বলকান এলাকায়ও রেকর্ড মাত্রায় গরম পড়ছে। স্পেন এবং মেসেডোনিয়াও একই অবস্থা।
এ ব্যাপারে ইউরোপের বেশ কয়েকটি দেশে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করে বলা হয়েছে, এ সপ্তাহের রেকর্ড পরিমান তাপদাপ মহাদেশের কিছু অংশের ওপর প্রভাব ফেলবে। কারণ এই সপ্তাহের রেকর্ড ভাঙা আবহাওয়া মহাদেশের স্রোতের উপর প্রভাব বিস্তার করছে।
এদিকে, নগর কর্তৃপক্ষগুলো মানুষদের বাড়ির ভিতরে থাকতে এবং প্রচুর পরিমান পানি পান করার আহ্বান জানিয়েছে। গরমের তাপ থেকে বাঁচতে মানুষ বিভিন্ন ঝর্ণা, ফোয়ারা, সুইমিং পুলে, সমুদ্র ও হৃদের পানিতে সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৫ আগস্ট, ২০১৭/ওয়াসিফ