জার্মানির স্বৈরশাসক হিটলারের ভঙ্গিতে ছবি তোলায় দুই চীনা নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। বার্লিনের রাইখস্টাগে সংসদ ভবনের সামনে চীনা পর্যটক দু'জন হিটলারের স্যালুট দেয়ার ভঙ্গি নকল করে মোবাইলে পরস্পরের ছবি তুলছিলেন।
১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত হিটলার জার্মানি শাসন করেছেন। হিটলার ও তার দল নাৎসীদের সঙ্গে জড়িত কোনো বিদ্বেষমূলক বক্তব্য কিংবা তাদের সঙ্গে জড়িত কোনো প্রতীক ধারণ করা জার্মানিতে কঠোরভাবে নিষিদ্ধ। এ বিষয়ে অভিযুক্তদের শাস্তি বিধানে জার্মানিতে আইনও করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, মধ্যবয়সী ওই চীনা নাগরিকদের অঙ্গভঙ্গি দেখে তাদের মনে হয়েছে তারা জার্মানিতে নিষিদ্ধ একটি সংগঠনের প্রতীক ধারণ করেছেন।
পরে অবশ্য জরিমানার বিনিময়ে দুই চীনা পর্যটককেই জামিনে মুক্তি দেয়া হয়। দুইজনকেই প্রায় ৬০০ ডলার করে জরিমানা দিতে হয়েছে। সূত্র : বিবিসি ও গার্ডিয়ান
বিডি প্রতিদিন/৬ আগস্ট, ২০১৭/ফারজানা