আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে আকস্মিক বিস্ফোরণে ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছেন। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র শুক্রবার সিনহুয়াকে একথা জানায়।বিস্ফোরণটি ঘটে বৃহস্পতিবার ফারাহ শহরের উত্তরাঞ্চলীয় জেলা বালা বুলকের পিওয়া পেসাওয়ে। এর আগে জঙ্গিরা সরকারি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়।
তিনি বলেন, আত্মঘাতি বোমা হামলাকারীরা জ্যাকেট পরে প্রস্তুতি নেয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩০ জঙ্গি নিহত এবং কয়েকজন আহত হয়।
এ বিষয়ে তালেবান জঙ্গি গ্রুপ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/আরাফাত