আমেরিকার নাগরিকদের মধ্যে মাদকাসক্তি গত এক দশকে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একটি সমীক্ষায় এ তথ্য ওঠে এসেছে এবং এ সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আমেরিকার চিকিৎসা বিষয়ক খ্যাতনামা সাময়িকী জেএএমএ সাইকিয়াট্রিতে।
এতে আরো বলা হয়েছে, মায়ের মাদকাসক্তির কারণে গর্ভস্থ সন্তান এফএএফডি নামের মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়াসহ মদ্যাসক্তদের মধ্যে উচ্চরক্ত চাপ, হৃদরোগ, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস এবং মারাত্মকভাবে আহত হওয়ার প্রকোপ ব্যাপকভাবে দেখা যায়।
এদিকে মাদকাসক্তি জনিত রোগে দেশটিতে প্রতিবছর ৮৮ হাজার মানুষ মারা যান। পৃথক ভাবে এ হিসাব দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিএসডি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন