মা ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটন গর্ভকালীন অসুস্থতার কারণে বাবা প্রিন্স উইলিয়ামের হাত ধরেই প্রথম স্কুলে গেল পুত্র প্রিন্স জর্জ। বৃহস্পতিবার উইলিয়াম ছেলেকে নিয়ে স্কুলের গেটে যেতেই প্রধান শিক্ষিকা হ্যালেন হাসল্যাম উইলিয়াম ছোট্ট জর্জকে স্বাগত জানান। খবর বিবিসি'র।
এসময় শিক্ষিকা জর্জের সঙ্গে করমর্দন করেন আর উইলিয়ামের হাতে ছিল প্রিন্সের স্কুলব্যাগ। যদিও প্রিন্স জর্জের আচরণে মায়ের অনুপস্থিতির প্রভাব খুব একটা দেখা যায় নি।
জানা গেছে, জর্জের ক্লাসের শিক্ষার্থী মোট বিশজন। লন্ডনে অবস্থিত ‘থমাস বিয়াত্রিসা’ স্কুলের বাৎসরিক খরচ ২০ হাজার পাউন্ড। রাজপরিবারের সদস্য বলে জর্জ কোনো বিশেষ সুবিধা পাবে না। বিশ্বের নজর তার দিকে হলেও স্কুলে সে অন্যান্য শিশুদের মতোই একজন। এর আগে জর্জ একটি স্কুল থেকে নার্সারি শেষ করেছে।
বিডি প্রতিদিন/৮ সেপ্টেম্বর ২০১৭/হিমেল