দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিংকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আর রাম রহিমের গ্রেফতারের পর থেকেই তার সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি তার আশ্রমে তল্লাশি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আর তল্লাশি চালাতে গিয়ে সুরঙ্গ, বিস্ফোরক কারখান, গোপন যৌনগুহা থেকে শুরু করে মিলছে নিজস্ব মুদ্রাও।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সম্প্রতি তল্লাশি অভিযান চালিয়ে ডেরা থেকে বিপুল পরিমাণ নিজস্ব মুদ্রা উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেরায় ঢুকলেই ভারতীয় মুদ্রার বিনিময়ে বাবার নিজস্ব মুদ্রা দেয়া হত। ওই মুদ্রা বিশাল আশ্রমের ভেতরে অবস্থিত পেট্রোল পাম্প, শপিং মল, রেস্তোরাঁ - সর্বত্রই চলত। কোটি কোটি টাকার সাম্রাজ্যে রামরহিম নিজস্ব এ মুদ্রা চালু করেন।
শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে সিরসায় রাম রহিমের ডেরায় তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় ৪১ প্যারামিলিটারি কোম্পানি। মোতায়েন করা হয় চার কলাম সেনা, চার জেলার পুলিশ, একটি ডগ স্কোয়াড ও সোয়াট দল। উপস্থিত ছিলেন কোর্ট কমিশনার অবসরপ্রাপ্ত বিচারক এ কে এস পাওয়ার। তল্লাশি অভিযানের জন্য রাম রহিমের ডেরা সংলগ্ন এলাকায় কার্ফু জারি হয়। তল্লাশি অভিযান চলা পর্যন্ত কার্ফু জারি থাকবে বলে জানিয়েছেন সিরসার ডেপুটি কমিশনার প্রভজিত সিং।
এদিন ডেরার দু’টি ঘর সিল করা হয়। তল্লাশিতে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ল্যাপটপ ও হার্ডডিস্ক। বাজেয়াপ্ত প্রচুর নগদ টাকা। গত ৫ সেপ্টেম্বর পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট ধর্ষক বাবার ডেরায় তল্লাশি অভিযানের নির্দেশ দিয়েছে। এর আগে, হরিয়ানা পুলিশ ডেরা থেকে প্রচুর লাইসেন্সড আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
বিডিপ্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান