সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইয়েমেনে ইরানপন্থী একটি গ্রুপ।
ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম ইয়েমেনের তায়েজ প্রদেশে এ হামলা চালানো হয়েছে। হামলায় জেলজাল-২ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
অন্যদিকে ইয়েমেনের আল-মাশিরাহ চ্যানেল জানিয়েছে, সৌদি আরবের জিজান প্রদেশের জিবাল কায়েসের কাছে একটি ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ওই গ্রুপটি।
তবে সৌদি আরব বলছে, কোনরকম ক্ষয়ক্ষতি ছাড়াই তারা ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করেছে। এবং পাল্টা জবাব হিসেবে তারা ইয়েমেনের অভ্যন্তরে মিসাইল হামলা চালিয়েছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে আসছে সৌদি জোট। আর ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে তাদের সংঘর্ষও চলছে।
বিডিপ্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর,২০১৭/ ইমরান জাহান