ইসরাইলের অবরোধের কারণে গত আগস্ট মাসে গাজায় আটকে পড়ে পাঁচ ক্যান্সার আক্রান্ত নারী মারা গেছেন। একটি আইনি সহায়তাকারী দল সূত্রে গতকাল এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। জানা গেছে, চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারেননি এ নারীরা।
এ ব্যাপারে মেডিকেল এইড ফর প্যালিস্টানিয়ানস (এমএপি) বুধবার এক বিবৃতিতে জানায়, এ ধরনের মৃত্যুর ঘটনা এক মাসের মধ্যে এটিই সবচেয়ে বেশি।
এছাড়া এমএপি'র সিইও আয়েমী শালান বলেন, "নারীদের জীবন রক্ষার চিকিত্সা বাঁধাগ্রস্ত করা কোনভাবেই সমর্থন নয়।" তিনি আরও বলেন,"এটি গাজার মানবিক বিপর্যয় এবং মানুষের চিকিৎসা সেবা নেয়ার জন্য অবরোধ তুলে নেয়ার প্রয়োজনীতা তুলে ধরছে।"
এমএপি আরও জানায়, গাজার বাইরে গিয়ে চিকিৎসা সুবিধা নিতে না পারায় এ বছরে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু ঘটেছে। এছাড়া ২০১৭ সালে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ