জনপ্রিয় সাময়িকী প্লেবয়-এর প্রতিষ্ঠাতা হিউ হেফনারের (৯১) মৃত্যু হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার।
১৯৫৩ সাল থেকে প্লেবয় সাময়িকী প্রকাশ শুরু করেন হিউ হেফনার। পরে তা সেরা বিক্রিত সাময়িকীর মর্যাদা লাভ করে। এক মাসে সাময়িকীটির ৭০ লাখ কপি পর্যন্ত বিক্রি হয়েছিল।
প্লেবয়-এর নতুন চিফ ক্রিয়েটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন হিউ হেফনারের ছেলে কুপার। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা