বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতাধর দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। আর তারই জের ধরে বিশ্বের দরবারে নিজেদের শক্তিকে আরও জোরদার করতে যাচ্ছে মস্কো। আর সেজন্যেই এবার নতুন চারটি সামরিক ডিভিশন তৈরি করছে রাশিয়া। চলতি বছরেই প্রকাশ্যে আসতে পারে এই ডিভিসন।
জানা গেছে, মূলত ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক ক্রমবর্ধমান সামরিক মহড়ার মোকাবেলায় রুশ সামরিক বাহিনীকে জোরদারের লক্ষ্য এই সব ডিভিশন তৈরি করা হবে।
এ ব্যাপরে রুশ সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই রুশ পশ্চিমাঞ্চলীয় এবং কেন্দ্রীয় অঞ্চলে এই ডিভিশন গঠন করা হবে। এছাড়া, রুশ বাহিনী চলতি বছর সাতটি আন্তর্জাতিক মহড়ায় অংশ নেবে বলে জানিয়েছেন সামরিক প্রধান।
প্রসঙ্গত, রুশ সীমান্তের কাছাকাছি অঞ্চলে ন্যাটোর অবস্থান জোরদার হওয়াকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে মস্কো।
বিডি-প্রতিদিন/ ১০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ