ধীরে ধীরে নিজেদের ক্ষমতা হারাচ্ছে ইসলামিক স্টেটস, বোকোহারামসহ একাধিক প্রথম সারির জঙ্গি সংগঠন। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যৌনতার প্রলোভন দিচ্ছে এই সব জঙ্গি সংগঠন।
ব্রিটেনের একটি সংস্থার করা সমীক্ষা বলছে, গত কয়েক মাসে জঙ্গি কার্যকলাপের থেকে মেয়েদের অপহরণের কাজ বেশি করেছে এই জঙ্গি সংগঠনগুলি। সিরিয়া, ইরাকের বিভিন্ন জায়গায় মেয়েদের অপহরণ করে তাদের যৌনদাসী করে রাখছে তারা। এই যৌনদাসীদের ব্যবহার করেই সংগঠনে জঙ্গিদের টিকিয়ে রাখতে চাইছে।
ব্রিটেনের এই হেনরি জ্যাকসন সোসাইটির সমীক্ষকরা আরও জানিয়েছে, ভিনদেশ থেকে যুবকদের সংগঠনে টানতে এই যৌনদাসীদের টোপ হিসেবে ব্যবহার করছে তারা। এমনকী যৌনদাসীদের প্রয়োজনে তাদের স্ত্রী করে দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে আইএস।
সমীক্ষায় দেখা গেছে, ২০০৯ সাল থেকে বোকোহারাম জঙ্গি সংগঠন নাইজেরিয়ার বহু স্কুল থেকে ছাত্রীদের অপহরণ করেছে। ২০১৪ সালের এপ্রিলে প্রায় ২০০ চিবোক কিশোরীকে তারা স্কুল থেকে অপহরণ করে। তাদের অনেককে রান্নার কাজে বা কাউকে যৌনদাসী করে রাখা হচ্ছে। আবার অনেক কিশোরীকে আত্মঘাতী বিস্ফোরণের কাজেও ব্যবহার করছে বোকোহারাম। যৌনদাসীদের সন্তানদের পরবর্তী প্রজন্মের জঙ্গি করে তোলার প্রক্রিয়াও শুরু করেছে তারা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর