বড় বিপদ থেকে রক্ষা পেল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। বুধবার বিমান ৩শ’ যাত্রীসহ দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে জরুরি অবতরণ করে সংস্থাটির বিমান। বিমানটির কার্গো শাখা থেকে ধোঁয়া বের হতে থাকলে পাইলট বিমানটিকে জরুরি অবতরণ করান।
দেশটির বিমানের মুখপাত্র মাসুদ তাজওয়ার বলেছেন, বিমানটি শিয়ালকোট বিমানবন্দর থেকে যাত্রা করছিল। কিন্তু কন্ট্রোল টাওয়ার থেকে ধোঁয়া নির্গমণের খবর পাইলটকে অবহিত করা হলে লাহোরের প্রাদেশিক রাজধানীর বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করা হয়। বিমানটি ৩শ’ যাত্রী নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ যাচ্ছিল।
তিনি আরও জানান, বিমানের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরে অপর একটি বিমানে যাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।
বিডিপ্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৭/ ই জাহান