ভারতশাসিত কাশ্মীরে বুধবার বন্দুকযুদ্ধে দুই বিমান কমান্ডো ও দুই বিদ্রোহী নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র।
কাশ্মীরের উত্তাঞ্চলের শহর হাজিনে জঙ্গিদের ধরতে ভারতীয় সেনাদের অভিযানকালে এ বন্দুক যুদ্ধ হয়।
ভারতীয় পুলিশ বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটা ছিল খুবই কঠিন একটি অভিযান। এ সময়ে দুই জঙ্গির পাশাপাশি দুই বিমান কমান্ডো প্রাণ হারায়।
কাশ্মীরে ভারতীয় সেনাদের হাতে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গ্রুপ জইস-ই-মোহাম্মদের একজন নেতার নিহতের ঘটনার দুইদিন পর নতুন করে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম