পৃথিবীর বাইরে প্রাণ আছে কিনা তা জানতে দীর্ঘদিন ধরে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে নাসা। জুনোর বৃহস্পতি নিয়ে এবং ক্যাসিনির শনিকে নিয়ে বিশদ গবেষণাও হয়েছে। যদিও ইউরেনাস এবং নেপচুনকে নিয়ে বিশদ গবেষণার বাকি আছে তবুও এ পর্যন্ত যা জানা গেছে, আমাদের সৌরমণ্ডলে প্রাণের কোনো অস্তিত্ব বর্তমানে নেই।
কিন্তু কন্সপিরেসি থিওরিস্টসদের কিছুতেই দমানো যাচ্ছে না। সম্প্রতি ইউটিউবে মঙ্গল গ্রহের একটি ভিডিও প্রকাশ করেছে ইউএফও হান্টার। সেখানে দেখা যাচ্ছে রুক্ষ লাল গ্রহের উপর ১.৩ মাইল লম্বাটে একটি উঁচু খণ্ড। ছবিটি ২০০৬ সালে মঙ্গলে সমীক্ষার সময় তুলেছিল নাসার মার্স গ্লোবাল সার্ভেয়ার।
ইউএফও হান্টারদের দাবি, মঙ্গলের মাটিতে পড়ে থাকা ওই বস্তুটি কয়েক হাজার বছরের পুরনো মহাকাশযান। সেটি মঙ্গলবাসীর অথবা ভিনগ্রহের মহাকাশচারীদের হতে পারে।
যদিও মহাকাশবিজ্ঞানীরা এই তত্ত্বকে পাত্তা না দিয়ে বলেছেন, সেটি হয় কোনো পাথরের খণ্ড বা মাটির উঁচু হয়ে যাওয়া আকার। কন্সপিরেসি থিওরিস্ট অবশ্য দাবি করছেন, তারা ছবিটি নানাভাবে পরীক্ষা করে দেখেই মহাকাশযানের ধ্বংসাবশেষের তত্ত্বে নিশ্চিত হয়েছেন।
ফলে বর্তমানে মঙ্গলের উপর পড়ে থাকা খণ্ডের এই ছবি নিয়েই উত্তাল কন্সপিরেসি থিওরিস্টরা।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম