যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর সেই সাথে পাল্লা দিয়ে চলছে হুমকিও। আর তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ মহড়ায় অংশ নিতে যাচ্ছে জাপান।
রবিবার জাপানের উত্তরাঞ্চলে একটি গ্যারিসন পরির্দশনে গিয়ে সেখানে দেওয়া বক্তব্যে জাপানি প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি অনোদেরা যৌথ মহড়ায় তার দেশের অংশ নেওয়ার তথ্য নিশ্চিত করেন। জাপান সাগরের কাছে সোমবার ও মঙ্গলবার ক্ষেপণাস্ত্র শনাক্তকরণের এ মহাড়া হবে।
এ ব্যাপারে এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আকাশে বস্তু শনাক্তকরণের অনুশীলন ও এ বিষয়ে তিন দেশের মধ্যে তথ্য আদান-প্রদান করা হবে যৌথ মহড়ায়। তিনি আরও বলেন, বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পদ্ধতিও পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত যৌথ মহড়ার মধ্যে এটি হবে ষষ্ঠ। সম্প্রতি উত্তর কোরিয়া সর্বোচ্চ উচ্চতা ও সর্বাধিক পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন যৌথ মহড়ার ঘোষণা দিল তিন দেশ।
বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ