চলতি বছরে প্রথম সূর্যোদয় রাশিয়ায়। ২০১৮ সালের পর সূর্যোদয় হয়। অবশেষে টানা ৪০ দিন পর গত শুক্রবার প্রথম সূর্যোদয় দেখল উত্তর রাশিয়ার বাসিন্দারা। খবর দ্য মস্কো টাইম।
এমন রোমাঞ্চকর সময়টা উপভোগ করতে স্থানীয়রা ছুটে আসেন খোলা এবং উঁচু জায়গায়। এতে সেলফি তোলাও বাদ যায়নি। তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ৩০ মিনিট থেকেই নিভে যায় সূর্যের আলো। নেমে আসে আবার রাতের আঁধার।
এটি প্রকৃতির একটা নিয়ম, বিজ্ঞানের ভাষায় একে ‘পোলার নাইট’বলা হয়। এর প্রভাবে আর্কটিক বৃত্তের মধ্যে থাকা অঞ্চলগুলো ২৪ ঘণ্টার বেশি সময়ের মধ্যে পুরোপুরি অন্ধকারে ছেয়ে যায়।
গত ২ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত উত্তর রাশিয়ায় এমনটা হয়েছে। যে কারণে ‘পোলার নাইট’দেখার জন্য দিনটি আসার আগে সবাই আলাদাভাবে প্রস্তুতি সেরে ফেলেন। ‘পোলার নাইট’ এবং নতুন বছরের সূর্যোদয় ঐতিহ্যগতভাবে অবলোকন করে থাকেন তারা। শহরের সবচেয়ে উঁচু পর্বত ‘সোলোঞ্চিয়া গোর্কা’ রুশ ভাষায় যেটি সানি হিল নামে পরিচিত। ওই পাহাড়ে দাঁড়িয়ে বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানায় উত্তর রাশিয়ার অসংখ্য মানুষ।
বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম