কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় অ্যান্টিকোয়া প্রদেশের সেগোভিয়া শহরের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিহতরা সেনা সদস্য কিনা তা খবরে উল্লেখ করা হয়নি। তবে রাশিয়ার তৈরি এমআই-১৭ মডেলের ওই হেলিকপ্টারে আটজন সেনা ও দুইজন বেসামরিক লোক ছিল বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে হেলিকপ্টারে থাকা একজন বলেছেন, গ্যাস সংকটের কারণে সেটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে সেনাবাহিনীর অ্যাভিয়েশন বিভাগের ভাইস-প্রেসিডেন্ট জেনারেল জুয়ান ভিসেন্টি ট্রুজিল্লো বলেছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কোনো হামলার শঙ্কা তিনি নাকচ করেছেন।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ