যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে একটি নির্মাণাধীন পদচারী সেতু ভেঙে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করে। সেতু ভেঙে পড়লে চারটি গাড়ি চাপা পড়ে।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় আহত নয় জনকে হাসপাতালে নেয়া হয়। তবে সেতুটি কেন ভেঙে পড়েছিল তার কারণ এখনো জানা যায়নি।
মায়ামি-ডেইড কাউন্টি ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ জানায়, পদচারী সেতুটি যখন ভেঙে পড়ে তখন এর ওপরে বেশ কিছু নির্মাণকর্মী এবং এর নিচে বেশ কিছু যানবাহন ছিল। ৯৫০ টন ওজনের এই সেতুটি ১৭৪ ফুট লম্বা।
বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৮/ফারজানা