আফগানিস্তানে সামরিক বিমান হামলায় বহু বেসামরিক লোক নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে একটি মাদ্রাসায় তালেবানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
তবে সরকারি পক্ষ দাবি করেছে, কমপক্ষে ২৫ ইসলামি জঙ্গি মারা গেছে। অন্যদিকে কুন্দুজ শহরের এক চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত কমপক্ষে ৫০ জনকে হাসপাতালে আনা হয়। পাশাপাশি নাম প্রকাশ না করার শর্তে আরেক চিকিৎসক জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশির ভাগই ছাত্র ও বেসামরিক লোক।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুন্দুজের দাশত-ই আর্চির একটি মাদ্রাসাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
অন্যদিকে তালেবানের অভিযোগ, ওই মাদ্রায় কোনো ‘যোদ্ধা’ ছিল না। কেবল বেসামরিক লোকই নিহত হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ