ক্রমশই উত্তেজনা বাড়ছে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে। আর তারই জের ধরে এবার ব্রিটেনের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া অভিযোগ এনেছে, ব্রিটেন রুশ গুপ্তচর হত্যা চেষ্টা নিয়ে যেসব খবর ছড়াচ্ছে তা বানোয়াট খবর ছাড়া আর কিছুই নয়।
এ ব্যাপারে ভাসেলি বলেন, ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে রাশিয়ার বদনাম করাই ব্রিটেনের উদ্দেশ্য। পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টার ‘গল্প সাজিয়ে’ যুক্তরাজ্য আগুন নিয়ে খেলছে বলেও রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।
এদিকে যুক্তরাজ্য বলছে, এই হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে। তবে এখন তারা এই দায় অস্বীকার করছে।
এর আগে, পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে যুক্তরাজ্যের সলসবেরির উইল্টশায়ারে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়াকে দায়ী করে ব্রিটেন।
তবে মস্কো বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ ইংল্যান্ডের সলসবেরিতে নার্ভ এজেন্টের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন। ইউলিয়ার অবস্থা এখন স্থিতিশীল হলেও ৬৬ বছর বয়সী সের্গেইয়ের অবস্থা গুরুতর।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/ওয়াসিফ