কলম্বিয়া সীমান্তে দুই সপ্তাহ আগে এক বোমা বিস্ফোরণের ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া ইকুয়েডরের এক সৈন্য বৃহস্পতিবার মারা গেছেন। খবর এএফপি’র।
ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরিনো এ বোমা বিস্ফোরণকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।
এক টুইটার বার্তায় তিনি বলেন, বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হওয়ায় একটি সামরিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। মোরিনো এ সৈন্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কলম্বিয়া সীমান্তবর্তী মতাজি শহরে ২০ মার্চের এ বোমা বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে চার সৈন্যের মৃত্যু হলো। ওই বিস্ফোরণে আরও ১২ জন আহত হয়।
বিডি প্রতিদিন/০৬ এপ্রিল ২০১৮/এনায়েত করিম