রাশিয়ায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির ইউসুরিস্ক এলাকার একটি বাসভবনে এক অগ্নিকাণ্ডে ছয় জন নিহত হয়েছেন। স্থানীয় তদন্তকারী সংস্থা প্রাইমস্কি কারির এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
জানা গেছে, ঘটনাস্থল থেকে চার নারী ও একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, অগ্নিকাণ্ডের সময়ে অপর একজন জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়লে মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাবার তিনি পথে মারা যান।
এ ব্যাপারে বিবৃতিতে বলা হয়, ফায়ার সার্ভিসের সদস্যরা চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানানো হয়। তবে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষতি নির্ধারণে অনুসন্ধান অব্যাহত রয়েছে। খবর সিনহুয়া’র।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে। গত বুধবার মস্কোর একটি শপিং মলে আগুন লেগে একজন নিহত ও ছয়জন আহত হন। এর দুই সপ্তাহ আগে দেশটির ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ