মশা নিয়ে অভিযোগ করায় বিমান থেকে যাত্রীকে জোর করে নামিয়ে দিল ইন্ডিগো। ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা ওই যাত্রীর নাম ডা. সৌরভ রাই। তিনি পেশায় হার্ট সার্জন। বিমানের ভেতরে মশা আছে এমন অভিযোগ করার পর লক্ষ্ণৌ বিমানবন্দরে গত সোমবারর সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার ডিএনএ এ খবর প্রকাশ করেছে।
এ খবর প্রকাশ্যে আসার পর সব দোষ ওই যাত্রীর ঘাড়ে চাপিয়েছে ইন্ডিগো। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, 'সৌরভ রাইয়ের লক্ষ্ণৌ থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। তার অযাচিত আচরণের জন্যই তাকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়। তিনি মশা নিয়ে অভিযোগ করেছিলেন। কিন্তু কেবিন ক্রুরা এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আগেই তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন এবং হুমকি দেন। বিমানের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি অভিযোগ করেছিলেন। ওই যাত্রী বোর্ডে থাকা অন্য যাত্রীদের বিমানটিতে ভাঙচুর চালানোর জন্য প্ররোচিত করেন এবং 'ছিনতাই' জাতীয় শব্দ ব্যবহার করেন। নিরাপত্তার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত পাইলট তাকে বিমান থেকে নামিয়ে দেন।'
বিডি প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৮/ফারজানা