নতুন করে সাজতে চলেছে পাকিস্তানের গোয়াদর বন্দর৷ এর জন্য কয়েক লাখ ডলারের উন্নয়ন প্রকল্প আনছে চীন৷ একবিংশ শতকে এখানে একটি সিল্ক রোড করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তারা৷
আরব সাগরে অবস্থিত গোয়াদর বন্দরকে বলা হয় “গেট অফ উইন্ড৷” এর কৌশলগত অবস্থানের জন্য পাকিস্তানের পরবর্তী ইকোনমিক হাব হিসেবে নির্বাচিত হতে চলেছে জায়গাটি৷ এই জায়গাটি চীন-পাকিস্তানের ইকোনমিক করিডোরের জন্য নির্বাচিত করা হয়েছে৷
২০১৩ সালে ভারত মহাসাগরের সাহায্যে পশ্চিম চীনের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের জন্য এই প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছিল৷ বেইজিংয়ের “One Belt One Road” প্রজেক্টের এটি একটি বড় অংশ৷ ৬৫টি দেশ এর সঙ্গে জড়িত আছে৷ আফ্রিকা, এশিয়া ও ইউরোপের মতো দেশে নেটওয়ার্ক বিস্তার করার জন্য উদ্যোগ নিয়েছে বেইজিং৷
প্রতিবেশি দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে এটি পাকিস্তানকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে৷ গোয়াদরের জন্য গোটা পাকিস্তান উপকৃত হবে বলে জানিয়েছেন গোয়াদর পোর্ট অথরিটির চেয়ারম্যান দোস্তান খান জামালদিনি৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর