মিয়ানমারের রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করতে বুধবার অস্বীকৃতি জানিয়েছে দেশটির একটি আদালত। খবর এএফপি’র। রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিবেদন তৈরি করার সময় দায়ের করা একটি মামলায় চার মাস আগে তারা গ্রেফতার হন।
মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে জনাকীর্ণ একটি আদালতকক্ষে বিচারক বলেন, ‘আসামিদের মুক্তির ব্যাপারে করা তাদের আইনজীবীদের আবেদন খারিজের সিদ্ধান্ত নিয়েছেন আদালত।’
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম