চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশে বিস্ফোরকবাহী একটি গাড়ির বিস্ফোরণে সাত জন নিখোঁজ ও ১৩ জন আহত হয়েছেন। বুধবার কাউন্টি সরকার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঝেনান কাউন্টির পুসান গ্রামে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
গাড়িটি চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের নিবন্ধিত। গাড়িটি গ্রামের কাছে একটি গুদামে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। বিস্ফোরণের সময় গাড়িটি গ্রামের কাছে পার্ক করা ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম