সংসদে বিঘ্ন সৃষ্টির প্রতিবাদে বিজেপি’র সংসদ সদস্যদের সাথে নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী উপোস করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বিজেপি’র পক্ষ থেকে এক টুইট বার্তায় এ কথা বলা হয়। খবর সিনহুয়া’র।
টুইটে বলা হয়, বিরোধী দল বিশেষ করে কংগ্রেস কর্তৃক সংসদ অচল করার প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদি উপোস করার এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সে সময় মোদি স্বাভাবিক দফতরিক কাজ চালিয়ে যাবেন।
একই সাথে বিজিপি প্রধান অমিত শাহ কর্নাটকে উপোস করবেন। নির্বাচনী প্রচারণী কাজে তিনি বর্তমানে কর্নাটকে অবস্থান করছেন।
অপরদিকে, কংগ্রেসের পক্ষে মোদিসহ বিজেপির নেতাদের উপোসকে ‘হাস্যকর’ হিসাবে অভিহিত করা হয়েছে।
কংগ্রেস মুখপাত্র রনদিপ সিং সূর্যওয়ালা বলেন, ‘মোদি সরকারের এ উপবাস হাস্যকর। বিজেপি’র উচিত হবে ২৫০ ঘণ্টারও বেশি সংসদ অচল রাখার দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়া ও উপোস করা।’
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম