আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে কাজ করছে পাকিস্তান। আর তারই জের ধরে দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নৌ-নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আরব সাগরে তুরস্ক ও পাকিস্তানের ৪ দিনব্যাপী নৌমহড়ার আয়োজন করা হয়েছিল।
এ ব্যাপারে দুই দেশের কর্মকর্তারাই বলেছেন, এ মহড়া সফল হয়েছে।
জানা গেছে, এ মহড়ায় জাহাজ থেকে শত্রু-বিমানকে টার্গেট করার পাশাপাশি যোগাযোগ স্থাপনের অনুশীলন করা হয়েছে। দুই দেশের জাহাজের পাশাপাশি বিমান ও হেলিকপ্টারও এ মহড়ায় অংশ নিয়েছে। এছাড়া, সম্প্রতি তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'টিসিজি গেলিবলু' পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করে। এ সময় পাকিস্তানের নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানান। মূলত এই যৌথ নৌ মহড়ায় অংশ নিতেই যুদ্ধজাহাজটি পাকিস্তানে আসে।
তুর্কি জাহাজটি পাকিস্তানে পৌঁছার পর দুই দেশের নৌ-কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ