প্রবল তুষারঝড়ের কবলে পড়েছে পাকিস্তানের গিলগিট এলাকা। সম্প্রতি সেখানকার ভয়ঙ্কর ছবি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। নাগার ভ্যালি এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের এ দৃশ্য দেখে অবাক হয়েছেন অনেকেই।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে ডেইলি মেইল। সেখানে দেখা যাচ্ছে বিশাল উপত্যকা পার করে ধেয়ে আসছে তুষারঝড়। দূর থেকে তা দেখে এলাকার জনসাধারণ প্রাণ বাঁচাতে ছুটে বেড়াচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।
এ ব্যাপারে ডেইলি মেইল জানিয়েছে, এমনই সুন্দর উপত্যকায় যেভাবে তুষার ঝড় নেমে এসেছে তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাকিস্তানের নাগার ভ্যালি বিশ্বের অন্যতম সুন্দর স্থান বলে পরিচিত।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ