সিরিয়া ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। একে অন্যকে পাল্টা-পাল্টি হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। আর এরই পাল্টা জবাব দিয়েছে রাশিয়া। এ নিয়ে লেবাননে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার জ্যাসিপকিন হুশিয়ারি করে বলেছেন, সিরিয়ায় যদি কোনো মার্কিন ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়, তবে তা গুলি করে ভূপাতিত করা হবে। কেবল গুলি করে নামানোই হবে না, যেই উৎস থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হবে, সেখানে উল্টো হামলা চালানো হবে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় একটি টেলিভিশন সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সেনাপ্রধানের বরাতে তিনি এসব কথা বলেন।
হিজবুল্লাহর আল মানার টেলিভিশনে তিনি বলেন, যদি সেখানে কোনো মার্কিন হামলা চালানো হয়, সেটি গুলি করে নামানো হবে।
এদিকে সিরিয়ার দৌমায় কথিত রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নিবয়েনজিয়া মঙ্গলবার বলেন, আমি আবারও অনুরোধ করছি, আপনারা যে পরিকল্পনা আঁটছেন, তা থেকে দূরে থাকেন।
সিরিয়ায় কোনো অবৈধ সামরিক অভিযান চালালে ওয়াশিংটনকে তার দায়িত্ব বহন করতে হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
অন্যদিকে পশ্চিমা নেতারা বলেছেন, সিরিয়ার দৌমায় হামলার জন্য দায়ীদের লক্ষ্যস্থল করতে তারা একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান