ইয়েমেনে ক্ষমতা দখলকারী হুথি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদের কাছে বুধবার এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা দাবি করেছে।
সশস্ত্র হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কোয়ালিশন। ইয়েমেনে এ আগ্রাসনের জবাবেই হুথিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। ওইদিন অন্তত তিনবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগেও সৌদি আরবের উপর মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সৌদি আরবের অভিযোগ, হুথিদের মদত দিচ্ছে ইরান।
পারস্য উপসাগরীয় এলাকায় ইয়েমেনের গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। এই সংঘর্ষে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে রাজধানী সানার দখল নিয়েছে হুথি গোষ্ঠী। দেশ থেকে পালিয়ে প্রথমে সৌদি আরবে রাজনৈতিক আশ্রয় নেন মনসুর হাদি। তাকে সমর্থন করে সৌদি আরব নেতৃত্বাধীন বিভিন্ন আরব দেশগুলো। তাদের মিলিত বাহিনী হামলা চালাতে শুরু করেছে ইয়েমেনের উপরে। এই সুযোগে ইয়েমেনের বিখ্যাত এডেন বন্দর পুনরায় দখল করে সংঘর্ষ জারি রেখেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম