গাজা উপত্যকায় বৃহস্পতিবার ইসরাইলের হামলায় মোহাম্মদ হিজাইলা নামের এক যোদ্ধা নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
হামাস নিয়ন্ত্রিত এ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানান, হিজাইলা হামাসের সামরিক শাখার একজন সদস্য ছিলেন।
ইসরাইল এই হামলা চালানোর কথা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম