পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আজীবন নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
শুক্রবার পাঁচ সদস্যের একটি বেঞ্চ তাকে সংসদ নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করে এ রায় দেয়। এর ফলে দুর্নীতির অভিযোগে গত বছর ক্ষমতাচ্যুত এ নেতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ধারণা করা হচ্ছে, এ ঐতিহাসিক রায়ের ফলে পাকিস্তানের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে পানামা পেপারস কেলেঙ্কারিতে তার নাম আসলে দুর্নীতির অভিযোগ তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
সূত্র: আল-জাজিরা
বিডিপ্রতিদিন/ ই-জাহান