বাল্টিক সাগরে একটি রুশ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছে। হেলিকপ্টারটিতে দু’জন ক্রু ছিলেন।
রুশ গণমাধ্যম তাস নিউজ এজেন্সি জানিয়েছে, বাল্টিক সাগরের কলিনগ্রাদ অঞ্চলে কেএ-২৯ নামের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়ার সময় হেলিকপ্টারটি একটি রাত্রীকালীন প্রশিক্ষণে অংশ নিয়েছিল।
হেলিকপ্টারটি উদ্ধারে একটি সার্চ অপারেশন চলমান রয়েছে বলেও জানায় তাস।
সূত্র: তাস নিউজ এজেন্সি
বিডিপ্রতিদিন/ ই-জাহান