লেবানন সীমান্তে ইসলামপন্থী সংগঠন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা নেই। এমনকি তিনি সিরিয়ায় যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন।
লেবাননের আল-জমহুরিয়া পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তার ওই সাক্ষাৎকার শুক্রবার প্রকাশিত হয়েছে।
শেখ নাঈম বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি উন্মাদ না হয়ে যান তাহলে বর্তমান পরিস্থিতিতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সর্বাত্মক যুদ্ধ লাগার কারণ নেই।
সিরিয়া সংকটে রাশিয়া ও ইরানের পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়ার সরকারি সেনাদের সহযোগিতা করে আসছে। গত ৭ এপ্রিল সিরিয়ায় রাসায়নিক হামলার অজুহাতে আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার ওপর সামরিক হামলার হুমকি শুরু করে।
বুধবার ট্রাম্পের এক টুইটার বার্তা যুদ্ধের আশঙ্কাকে জোরালো করে তোলে। ওইদিন ট্রাম্প বলেছিলেন, আমেরিকার সুন্দর ও স্মার্ট ক্ষেপণাস্ত্র আসছে, রাশিয়া প্রস্তুত থাকো। পরে ব্রিটেন ও ফ্রান্স এ যুদ্ধে অংশ নেয়ার পক্ষে মত দিয়েছে। তবে জার্মানি বলেছে, তারা যুদ্ধে অংশ নেবে না।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/আরাফাত