জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে তুরস্ক।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেকির বোজডাগ এ কথা জানিয়েছেন।
তুর্কি উপপ্রধানমন্ত্রী জানান, বর্তমানে তাদের ওয়াশিংটন ডিসি ও তেলআবিবে অবস্থানরত রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণে পরামর্শের জন্য তাদের ডেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে ঘিরে উত্তেজনার মধ্যে গাজা-ইসরায়েল সীমান্তে চলমান বিক্ষোভে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত এবং ২,৪০০ জন আহত হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন