যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'বহুল প্রতীক্ষিত' বৈঠক বাতিলের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র একতরফাভাবে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে বক্তব্য অব্যাহত রাখার প্রেক্ষিতে তারা এ হুমকি দিয়েছে। এছাড়া লিবিয়ার সঙ্গে তুলনায় ক্ষিপ্ত হয়েছে উত্তর কোরিয়া।
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যকার বৈঠকটি হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ইঙ্গিত করে উত্তর কোরিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী কিম কায়ে-গুয়ান বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, দীর্ঘ সময় ধরে পুষে রাখা অশুভ উদ্দেশ্য চরিতার্থ করতে যাচ্ছেতাই বক্তব্য দিচ্ছে তারা।
জন বোল্টন বলেছিলেন, 'উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে লিবিয়ার মডেল অনুসরণ করতে পারে।' এ নিয়ে বিশ্লেষকরা লিবিয়ায় নেতৃত্বের পরিণতির বিষয়ে ইঙ্গিত করেছেন।
কিম কায়ে-গুয়ান বলেন, 'সংলাপে আলোচনার ধরন কখনই এমন হতে পারে না।' সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/১৬ মে, ২০১৮/ফারজানা