শ্রীলঙ্কায় নতুন একটি তেল শোধনাগার নির্মাণ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পাশাপাশি পুরনো তেল শোধনাগারটি আরও আধুনিক করে দিবে।
এ ব্যাপারে শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র রাজিথা সেনারত্মে বলেছেন, ইরান একটি নতুন তেল শোধনাগার নির্মাণের পাশাপাশি রাষ্ট্র নিয়ন্ত্রিত পুরনো তেল শোধনাগারটি আরও আধুনিক করে দিবে।
জানা গেছে, পুরনো তেল শোধনাগারটির দৈনিক ৫০ হাজার ব্যারেল তেল শোধনের ক্ষমতা রয়েছে। তেল শোধনাগার নির্মাণের বিষয়ে আরও বেশি আলোচনার জন্য ইরান খুব শিগগিরই শ্রীলঙ্কায় একটি বিশেষজ্ঞ দল পাঠাবে।
শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র বলেছেন, সম্প্রতি প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ইরান সফরের সময় তেল শোধনাগার নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কার যে তেল শোধনাগারটি রয়েছে তা ১৯৬৯ সালে নির্মাণ করে দিয়েছিল ইরান।
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৮/ ওয়াসিফ