মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদ। তবে তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন স্ত্রী ডা. সিথি হাসমা। বৃহস্পতিবার মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
এ ব্যাপারে সিথি হাসমা বলেন, আমি মাহাথিরের স্বাস্থ্যের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। কারণ তার রাতে ঘুম হয় না। ঘুমানোর সময় তিনি সরকারি নথিপত্র নিয়ে বসেন। এক রাতে ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত নথি নিয়ে বসেন তিনি। এর মধ্যে আবার সকাল ৭টায় অফিসে চলে গিয়েছিলেন।
তিনি বলেন, ‘৯২ বছর বয়সী ডা. মাহাথির কঠোর পরিশ্রম করেন। এই বয়সে এতো পরিশ্রমও খুবই চিন্তিত করছে আমায়।’
মাহাথিরপত্নী আরও বলেন, আমি তাকে নিয়ে খুব চিন্তিত। আমি আশা করি, রমজানে মাসে আপনারা দোয়া করবেন তার জন্য।
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৮/ ওয়াসিফ