ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে ৫৫ সাংবাদিক আহত হয়েছেন।
এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় আসা ১২৫ সংবাদকর্মীর মধ্যে ৫৫ জন ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছেন। মে মাসে আসা সাংবাদিকদের মধ্যে ইসরায়েলি সেনাদের আক্রমণে নয়জন গুলিবিদ্ধ, আটজন বিস্ফোরণে, ১৭ জন গ্যাসবোমা ও ২১ বিভিন্নভাবে আহত হয়েছে।
এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে চারটি লাইভ সম্প্রচার বহনকারী যানবাহনে গ্যাসবোমা হামলা চালায় বলেও উল্লেখ করা হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মার্চ থেকে এ পর্যন্ত ১২৩ জন ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে ১২ শিশু, দুজন ডাক্তার, দুজন সাংবাদিক রয়েছেন। এছাড়া ১৩ হাজার ৬৭২ জন মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে ৭ হাজার ৪৫১ জন সরাসরি ইসরাইলি সেনাদের গুলিতে আহত হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান