ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি নিতে জাতীয় আনবিক শক্তি সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির ইসলামি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার বিকালে দেশটিতে ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির (রহ.) মৃত্যুবার্ষিকীর বিশাল সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি এ নির্দেশ দেন।
এসময় তিনি বলেন, কোনো কোনো ইউরোপীয় সরকারের কথাবার্তা থেকে মনে হচ্ছে তারা চায় ইরানি জাতি নিষেধাজ্ঞাও সহ্য করবে আবার পরমাণু কর্মসূচিও বন্ধ রাখবে। কিন্তু ওই সব ইউরোপীয় সরকারের জেনে রাখা উচিত, তাদের এই স্বপ্ন সত্যি হবে না। নিশ্চিতভাবেই খুব শিগগিরই ইরানের জন্য পরমাণু তৎপরতার প্রয়োজন দেখা দেবে। পরমাণু সমঝোতার ভিত্তিতে আগামীকাল থেকেই এ সংক্রান্ত প্রস্তুতি শুরু করতে হবে।
আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ের পক্ষে অবস্থান এবং বিশ্বের মজলুম জাতিগুলোর প্রতি সমর্থনকে ইসলামি ইরানের জাতীয় নীতির একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৮/হিমেল