গত বছর নর্থ লন্ডনের ইজলিংটন বারার ফিন্সবারি পার্ক মসজিদের সামনে ভ্যান হামলায় নিহত হন মকরাম আলী। এ ঘটনার পর থেকে তার পরিবারের প্রতি কমিউনিটির মানুষ সর্বাত্মক সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করে আসছেন। আর এ জন্যে মাকরাম আলীর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বুধবার ফিন্সবারি পার্ক মসজিদের সামনে বিশাল ইফতার পার্টিতে মরহুমের মেয়ে রোজিনা আখতার আখতার তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত বছরের ১৯ জুন তারাবী নামাজ শেষে ঘরে ফেরার সময় সাদা সন্ত্রাসী ডেরন অসবোর্নের ভ্যান চাপায় নিহত হয়েছিলেন ৬ সন্তানের জনক ৫১ বছর বয়সী মকরম আলী।
স্ট্রিটে বিশাল ইফতার পার্টিতে বিভিন্ন ধর্মীয়, কমিউনিটি, রাজনৈতিক লিডার, লেবার ও টোরি এমপিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। চ্যারিটি সংগঠন মুসলিম এইড, মুসলিম ওয়েলফেয়ার হাউস এবং ফিন্সবারি পার্ক মস্ক এই ইফতার পার্টির আয়োজন করে। এতে লেবার লিডার জেরেমি করবিন, টোরি এমপি এনা সুবেরী, সাবেক এ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রেইভ এবং নিহত মকরম আলীর মেয়ে রোজিনা আখতার বক্তব্য রাখেন।
রোজিনা আখতার কান্নাজড়িত গলায় বলেন, গত বছর রামাদানে এই মসজিদের সামনেই বাবাকে হারিয়েছি। এই দিনটি আমাদের জন্যে খুবই বেদনাদায়ক। এসময় সবার সমর্থন ও সহমর্মিতায় বাবা হারানোর শোক কাটিয়ে উঠার চেষ্টা করছে তাদের পরিবার বলে উল্লেখ করেন তিনি। মর্মান্তিক সেই দিনটি স্মরণে এতো সংখ্যক মানুষের উপস্থিতিতে বিশাল এই ইফতার পার্টি আয়োজনের জন্যও কৃতজ্ঞতা জানান রোজিনা আখতার। প্রয়াত বাবাসহ পরিবারের সবার জন্যে দোয়া কামনা করেন তিনি।
অনুষ্ঠানে লেবার লিডার জেরেমি করবিন বলেন, এটা নিত্যান্তই হত্যাকাণ্ড ছিল। স্ট্রিটে সবার সামনে বর্ণবাদী হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এই হামলায় কমিউনিটির মানুষ আরো ঐক্যবদ্ধ হয়েছে। কমিউনিটি এখন আগের চাইতে আরো বেশি শক্তিশালি এবং ঐক্যবদ্ধ। আজকের বিশাল ইফতার পার্টিই তার প্রমাণ। ঐক্যবদ্ধ কমিউনিটি কাছে যে কোনো ধরনের সন্ত্রাসী বা বর্ণবাদী হামলা পরাজিত হবে। বর্ণবাদকে কখনোই জয়ী হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন লেবার লিডার জেরেমি করবিন।
বক্তব্য শেষে স্ট্রিটে সাধারণ রোজাদারদের সঙ্গে বসে ইফতার করেন লেবার লিডার জেরেমি করবিন।
উল্লেখ্য লেবার লিডার জেরেমি করবিনের নির্বাচনী এলাকা ফিন্সবারি পার্ক মসজিদে শ্বেতাঙ্গ বর্ণবাদী ডেরনের অসবোর্নের ভেন হামলায় আরো অন্তত ১২ জন আহত হয়েছিলেন। মুসলিম হত্যার উদ্দেশ্যে কার্ডিফের বাসিন্দা সাদা ডেরন দুটি মসজিদে হামলার চেষ্টা করেছিলেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান