পাকিস্তানের সাবেক-প্রধানমন্ত্রী নওয়াজকে অ্যাভেনফিল্ড ফ্ল্যাট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির উচ্চ আদালত। আর নওয়াজকে এই কাজে সহযোগিতার জন্য তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছরের জেল দেওয়া হয়। দুর্নীতির দায়ে অভিযুক্ত নওয়াজকে লন্ডন থেকে ফিরতেই গত শুক্রবার গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়।
এদিকে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগামী সোমবার নিজেদের পক্ষে আদালতে আপিল করবেন নওয়াজ-মরিয়ম। NAB-র রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করবেন তাঁরা। তারপরই শুরু হবে বিচার প্রক্রিয়া। আপাতত রাওলপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন নওয়াজ-মরিয়ম।
শনি ও রবিবার আদালতের কাজ বন্ধ থাকায় সোমবার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করতে পারবেন নওয়াজ-মরিয়ম। শুক্রবার রাতেই আদিয়ালা জেলে শরিফের সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী। জেলে বসেই আইনি সমস্ত কাগজপত্র সই করনে নওয়াজ ও মরিয়ম।
বিডি প্রতিদিন/এ মজুমদার