তুরস্কের সাথে টি-১২৯ মডেলের ৩০টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের চুক্তি করেছে পাকিস্তান। আগামী পাঁচ বছর ধরে পাকিস্তানের কাছে ধাপে ধাপে এসব হেলিকপ্টার হস্তান্তর করবে তুরস্ক।
চুক্তির বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষাবিষয়ক সচিবালয় জানিয়েছে, তুরস্কের প্রতিরক্ষা কারখানার ইতিহাসে এটিই সবচেয়ে বড় একক অস্ত্র রফতানি।
সূত্রে আরো জানা যায়, হেলিকপ্টার সংক্রান্ত সব রকমের প্রশিক্ষণ, যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় গোলাবারুদও সরবরাহ করবে তুরস্ক। যা আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে পাকিস্তানের কাছে হস্তান্তর করবে তুরস্ক।
বিডি প্রতিদিন/এ মজুমদার