সম্প্রতি বিতর্কিত ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’ নিয়ে মুখ খুললেন ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বললেন, একটি কাল্পনিক ওয়েব সিরিজের কোনো চরিত্র ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভারতের প্রতি অবদানকে মুছে দিতে পারবে না!
টুইট করে রাহুল লেখেন, ‘‘তাঁর বাবা রাজীব গান্ধী আজীবন ভারতের জন্য কাজ করে গিয়েছেন। ভারতের জন্য প্রাণ ত্যাগ করেছেন। কোনো কাল্পনিক ওয়েব সিরিজ তাঁর সেই অবদানকে ভুলিয়ে দিতে পারবে না।
মত প্রকাশের স্বাধীনতা নিয়েও ট্যুইটে বিজেপি ও আরএসএসকে খোঁচা মারেন রাহুল। লেখেন, ‘‘বিজেপি ও আরএসএস মত প্রকাশকে নিয়ন্ত্রণে রাখতে চায়। আমি বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা এক জন মানুষের গণতান্ত্রিক অধিকার৷ আমার বাবা ভারতের জন্য কাজ করে গিয়েছেন। ভারতের জন্য প্রাণ দিয়েছেন। কাল্পনিক একটি ওয়েব সিরিজের কোনও চরিত্র সেই সত্যিটা মুছে দিতে পারবে না।
প্রসঙ্গত, ৬ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায় অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোটওয়ানি পরিচালিত ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’৷ সাইফ আলি খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত এই ওয়েব সিরিজ মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে। ওয়েব সিরিজে নওয়াজুদ্দিন সিদ্দিকি গণেশ গাইতন্ডে নামে মুম্বাইয়ের এক ডনের চরিত্রে অভিনয় করেছেন। একটি দৃশ্যে তাঁকে বোফর্স কেলেঙ্কারি নিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে কটাক্ষ করতে দেখা গিয়েছে। এই নিয়ে অভিনেতা, নেটফ্লিক্স ও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের রাজীব সিনহা নামে এক কংগ্রেস কর্মী।
অপরদিকে, গত বুধবার দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে ওয়েব সিরিজ থেকে বিতর্কিত কিছু দৃশ্য বাদ দেওয়ার দাবি জানানো হয়। তাতে দাবি করা হয় ওই দৃশ্যগুলি সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভাবমূর্তিকে নষ্ট করছে।
প্রসঙ্গত, ২০০৬ সালে বিক্রম চন্দ্রার থ্রিলার উপন্যাসের উপর ভিত্তি করে এই ওয়েব সিরিজটির গল্প বুনেছেন পরিচালক।
বিডি প্রতিদিন/এ মজুমদার