দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষক হত্যা ও তাদের জমি জবরদখলের অভিযোগ এনেছিলেন টুইটারে। তার পাল্টা জবাব দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ট্রাম্প লিখেছিলেন, দক্ষিণ আফ্রিকায় জমি ও খামার দখল এবং কৃষক হত্যার বিষয়ে নজর দিতে আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে বলেছি। শ্বেতাঙ্গদের কাছ থেকে দক্ষিণ আফ্রিকার সরকার জমি দখল করছে।
ট্রাম্পের টুইটের কয়েক ঘণ্টা পর দক্ষিণ আফ্রিকার সরকারের অফিসিয়াল টুইটারে বলা হয়, এ সংকীর্ণ ধ্যানধারণা দক্ষিণ আফ্রিকা পুরোপুরিভাবে প্রত্যাখান করছে। আমাদের মধ্যে জাতিগত বিভেদ সৃষ্টি ও উপনিবেশিক আমলের বিষয়টি স্মরণ করিয়ে দিতেই এমন বক্তব্য দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা