রাজপরিবারের ভ্রমণের জন্য ব্যবহৃত একটি প্রাইভেট জেট বিমান বিক্রি করতে যাচ্ছে কাতার।রাজপরিবারের ব্যবহৃত এ বিলাসবহুল প্রাইভেট প্লেনটির নির্মাতা বোয়িং। মডেল নাম্বার বোয়িং ৭৪৭-৮।
বিশেষভাবে তৈরি বোয়িং জেটটির ভেতরে বিলাসবহুল দারুণ সব উপকরণ রয়েছে। আরামে থাকার জন্য প্লেনের ভেতরের আসন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সর্বাধিক ৭৬ জন যাত্রী এবং ১৮ ক্রু মেম্বারের বসার জায়গা রয়েছে বিমানে।
প্লেনটিতে রয়েছে একটি ডবল বেডরুম, একটি লিভিং রুম, মিটিং রুম। এ ছাড়াও এতে রয়েছে ১০টি টয়লেট।
নিজস্ব একটি ছোট হাসপাতালও রয়েছে এই প্লেনের মধ্যেই। ফলে কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু করা যাবে।
প্লেনটির দাম ধার্য হয়েছে ৫০ কোটি ইউরো! কেউ কিনতে চাইলে সুইজারল্যান্ডের আমাক এরোস্পেসের সঙ্গে যোগাযোগ করতে হবে।
২০১৫ সালের জানুয়ারি মাসে প্লেনটি প্রথম আকাশে ওড়ে। এখন পর্যন্ত মাত্র ৪০৩ ঘণ্টা উড়েছে এটি। ফলে এটি নতুনই রয়েছে বলা যায়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান