মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'খুব সুশৃঙ্খল’ বলে মন্তব্য করেছেন সিলিকন ভ্যালি তথ্যপ্রযুক্তি কোম্পানির সাবেক বিনিয়োগকারী প্যাথার থেইল। থেইল বলেন, ট্রাম্প কর্কশ স্বভাবের ব্যক্তি হলেও তিনি রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং মতাদর্শগতভাবেও তিনি খুব সুস্থ ও সুশৃঙ্খল।
ব্রাজিলের সাও পাওলোতে গতকাল সোমবার একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পেপালের সহ-প্রতিষ্ঠাতা থেইল।
থেইল বলেন, কেউ কেউ ট্রাম্পকে বোকা মনে করেছে। কিন্তু তিনি সেটা নন। আমি তাকে দেখেছি একজন সুস্থ সুশৃঙ্খল রাজনীতিবিদ হিসেবেই। আমি বুঝতে পারি যে, কেন প্রেসিডেন্ট ট্রাম্পকে মানুষ ‘কর্কশ স্বভাবের ব্যক্তি’ বা ‘বোকা’ মনে করেন। কিন্তু দেশের জন্য কাজ করার ক্ষেত্রে গোছানো মিথ্যা বলার চেয়ে এটা অনেকাংশেই ভালো বলে মনে করেন প্যাথার থেইল।
বিডি প্রতিদিন/এ মজুমদার