বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। এরই মধ্যে ইরানের রেভ্যুলুশনারি গার্ড এই মাসের শুরুতে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের মহড়া দিয়েছে। তারই জের ধরে বাহিনীটির নৌ প্রধান জেনারেল আলি রেজা বলেছেন, উপসাগর এবং হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দেশটির।
প্রসঙ্গত, এর আগে ইরানের কর্মকর্তারা মার্কিন শত্রুতার জবাবে তেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন। এই রুট দিয়েই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের তেল পশ্চিমা বিশ্বে রপ্তানি করা হয়।মাসখানেক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনি মত প্রকাশ করেছিলেন যে যদি ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেয়া হয়, তবে উপসাগরীয় অঞ্চলের সব দেশের তেল রপ্তানি বন্ধ করে দেয়া হবে।
অন্যদিকে ইরানের রেভ্যুলুশনারি গার্ড জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্যই তাদের এই মহড়া। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে তারা ইরানের নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি লক্ষ্য করেছে। ইরান হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ২৮ আগস্ট ২০১৮/ ওয়াসিফ